Site icon চ্যানেল আই অনলাইন

মানবিক সাহায্য নিয়ে রাজনীতি করা চলবে না: ওবায়দুল কাদের

xhfW

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক সাহায্য নিয়ে রাজনীতি করা চলবে না। বিপন্ন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। এটা সবাইকে মনে রাখতে হবে।

বুধবার রাত ৯ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবাই রাজনীতি করি, কিন্তু এসব নির্যাতিত অসহায় মানুষগুলোকে নিয়ে যেন কেউ রাজনীতি না করে। সভায় নির্দেশনা দেয়া হয় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচয় পত্র ছাড়া প্রবেশধিকার নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক এমপি, খোরশেদ আরা হক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন, সেনা,পুলিশ,বিজিবি সহ বিভিন্ন দেশি- বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version