চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘রিয়ালে রোনালদোর অভাব সুস্পষ্ট’

সার্জিও রামোসসহ অনেকে অস্বীকার করলেও মার্সেলো বলছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে মিস করছে রিয়াল মাদ্রিদ। দলে তার অভাব ‘সুস্পষ্ট’ বলেও মন্তব্য তার। একইসঙ্গে বেল-বেনজেমাও সিআর সেভেনের দারুণ বিকল্প বলে মত ব্রাজিলিয়ান উইংগারের।

বার্নাব্যুতে রোনালদো-মার্সেলোর রসায়নটা বেশ ভালোই ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে গুঞ্জন আছে, পর্তুগিজ তারকার পথ ধরে জুভেন্টাসে যেতে পারেন ব্রাজিল তারকাও।

রোববার মার্সেলো বলেছেন, ‘(রোনালদো) বিশ্বের সেরা। তার সঙ্গে খেলার অভাব আপনি নিঃসন্দেহে মিস করবেন। তবে গ্যারেথ বেল এবং করিম বেনজেমাও অনেক ভালো। অনেক।’

রোববার রাতে জিরোনার বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন বেনজেমা। তারপরও রোনালদোকে নিয়ে করা প্রশ্নের উত্তরে সেই বেনজেমা বলেন, ‘আপনি কখনোই রোনালদোকে ভুলতে পারবেন না। রিয়ালের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, অনেক অনেক গোল করেছেন। মার্সেলো যেমনটা বলেছেন, ঠিকই তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু তারপরও ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের নিয়ে গড়া একটি ভিন্ন দল সম্পর্কে আমাদের চিন্তা শুরু করতে হবে।’

৩-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় জিরোনা ম্যাচের দ্বিতীয়ার্ধে মার্সেলোকে তুলে নেন কোচ হুলেন লোপেতেগি। তাতে একটু খেপেও ছিলেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘বদলিটা আমাকে অবাক করেছিল। কিন্তু কোচের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। ভালো খেলছিলাম বলেই আমি চেয়েছিলাম চালিয়ে যেতে। আসলে আমি শতভাগই সামর্থ্যবান ছিলাম। জানি না কেনো তুলে নেয়া হল। তবে এই সিদ্ধান্তকেও শ্রদ্ধা করি।’