চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাবেয়া-রোকেয়ার ঘরে ফেরা মুজিব শতবর্ষে বড় পাওয়া: প্রধানমন্ত্রী

সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা জোড়া মাথার শিশু রাবেয়া-রোকেয়ার সুস্থতা ও ঘরে ফেরা মুজিব শতবর্ষে বড় পাওয়া বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাবেয়া-রোকেয়ার গৃহ প্রত্যাবর্তন অনুষ্ঠানে এমন জটিল অস্ত্রোপ্রচার ও রাবেয়া-রোকেয়ার সার্বিক চিকিৎসায় সহযোগিতার জন্য সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া রাবেয়া-রোকেয়াকে হেসে কথা বলতে পারবে তা হয়তো কল্পনাতেও ছিলো না বছর দুয়েক আগে। সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ চিকিৎসকদের প্রাণান্তকর প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সফলতা পেল।

সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন সেনাপ্রধানসহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমন কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করায় চিকিৎসকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

পরে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে রাবেয়া-রোকেয়ার জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সুবিধাপত্র তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।