রাজশাহী অঞ্চলে বাড়ছে পানের আবাদ। আর চাষীদের সুবিধা বিবেচনায় মোহনপুরে গড়ে উঠা নতুন পানের হাটে লাভবান হচ্ছে হাজার হাজার পান চাষী ও ব্যবসায়ীরা। সপ্তাহের ২দিনের এই হাটে সমাগম ঘটে হাজার হাজার পান চাষী ও ব্যবসায়ীর।
রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুড়িয়ায় পানের নতুন হাট বসেছে গত মাস থেকে। প্রতি সপ্তাহে শনি ও বুধবারের এই হাটে পান নিয়ে আসছেন বাগমারা, পবা, মোহনপুর ও দূর্গাপুর উপজেলার হাজার হাজার চাষী।
রাজশাহীর পান চাষীরা বলেন, এখানে খাজনা লাগছে না বলে পান বিক্রি করে আমাদের অনেক লাভ হচ্ছে। পাশাপাশি এই হাটে সহজেই পান নিয়ে আমতে পারি। অন্য হাটে গেলে আমাদের খাজনা লাগে।
পান চাষীরা আরো জানান, এলাকাটি হাটের জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে নিরাপত্তাও আছে। হাটটি যেনো সব সময় থাকে এমন দাবি পান চাষীদের।
বড় পরিসরের এই হাটে কেনাবেচায় সুবিধা হচ্ছে ব্যবসায়ীদেরও। পান ব্যবসায়ীরা বলেন, এই হাটে পান আমদানি করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছেনা।
রাজশাহীর পাকুড়িয়া পান হাটের সাধারন সম্পাদক আবদুল জব্বার সরকার বলেন, সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই হাটটি যেনো আমাদের জন্য স্থায়ীকরণের ব্যবস্থা করে দেন।
অনুকূল বাজার ব্যবস্থা গড়ে ওঠায় পান চাষীরা আগের চেয়ে বেশি লাভবান হতে পারবেন বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।






