Site icon চ্যানেল আই অনলাইন

রাজধানীর যানজট নিরসনে কোনো উদ্যোগই কাজে লাগছে না

রোজার শুরু থেকেই রাজধানী ঢাকার যানজট অসহনীয় পর্যায়ে। ঘণ্টার পর ঘণ্টা পথেই সময় পার করছেন রাজধানীর মানুষ। যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন উদ্যোগও কাজে আসছে না।

স্কুল কলেজ বন্ধ হয়ে গেলেও কমছে না যানজট। আধা ঘন্টার রাস্তা যেতে দুই ঘন্টার বেশি সময় লাগছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকার বাইরে থেকে রাজধানীতে ঢুকেই দীর্ঘসময় বসে থাকতে হচ্ছে পথে।

ঈদের কারণে এরইমধ্যে বেশির ভাগ ফুটপাথ দখল হয়ে গেছে। ভিআইপি রোডে ঢুকে পড়ছে রিক্সা। অবৈধ পার্কিং এর পুরনো সমস্যা তো রয়েছেই। পথচারীরা মনে করেন যখন তখন যেভাবে খুশি রাস্তা পার হওয়া তাদের জন্মগত অধিকার। চালকরাও মানছেন না ট্রাফিক আইন।

তীব্র যানজট নিরসনে হিমসিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। অন্যবারের চেয়ে এবার রোজায় যানজট বেশি বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। ইফতারের আগে ট্রাফিক আইন ভাঙ্গার কারণে রাত ১১টার পরও খালি হচ্ছে না রাস্তা।

যানজট কমাতে মার্কেট এলাকায় অবৈধ পার্কিং ও ভিআইপি রোডে রিক্সা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বরেছে ট্রাফিক বিভাগ। তবে রাজনৈতিক পরিচয়ে রং সাইডে গাড়ি চলাচল বেড়ে যাওয়ার কথা স্বীকার কররেও মন্তব্য করতে রাজি হননি কেউ।

Exit mobile version