বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে পথচলা শুরু করলো টেলিযোগাযোগ কোম্পানি ‘রবি’। আগামী দু’ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত অফিসিয়াল স্পন্সর তারা।
চ্যানেল আই অনলাইনকে ‘রবি’র চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ জানান, তারা গতবারও বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হওয়ার চেষ্টা করেছিলেন। ‘কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়নি, এবার হতে পেরে আমরা গর্বিত,’ এভাবেই তাদের আনন্দের কথা জানান ‘রবি’র সিওও।
তবে তিনি বলেন, ‘রবি’ আগেও নানাভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলো, আগামীতেও থাকবে। ‘গত বছরও রুবেলকে দিয়ে আমরা একটা প্রমোশনাল করিয়েছি। আর এখন সরাসরি ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলাম। ‘
জাতীয় দলের বাইরে স্থানীয় ক্রিকেটে ‘রবি’ যুক্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: আমরা এখনও ভাবছি ক্রিকেটকে আরও কিভাবে প্রমোট করা যায়। সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট নাকি নতুন ক্রিকেটার খুঁজে বের করতে ‘রবি’ কাজ করবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
উপযুক্ত পরিবেশ পেলে ক্রিকেটের জন্য আরও বেশি কাজ করার কথা জানিয়েছে এই মোবাইল অপারেটর।
ক্রিকেটের বাইরে খেলার অন্য কোনো অঙ্গনে ‘রবি’র সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ‘রবি’র সিওও বলেন, তারা ক্রিকেটের বাইরে আগে ঢাকার বাইরে নৌকা বাইচসহ জেলাভিত্তিক বিভিন্ন খেলা স্পন্সর করেছেন। তবে এখন ক্রিকেটের বাইরে সাইক্লিং নিয়ে কাজ করার আগ্রহের কথা জানান মাহতাব উদ্দিন আহমেদ।
উন্মুক্ত দরপত্রে ৪১ কোটি ৪১ লাখ টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সর স্বত্ত্ব প্রথমে পেয়েছিলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘টপ অব মাইন্ড’। তাদের কাছ থেকে স্বত্ত্ব কিনে নেয় টেলিযোগাযোগ কোম্পানি ‘রবি’।






