চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুুরুল আজিম রনির মুক্তির দাবিতে বিভিন্ন কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জানানো হয়েছে, রনিকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাই আইনি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওমর গণি এম ই এস কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, সৃজনশীল ও প্রগতিশীল ছাত্র রাজনীতিতে রনি একজন আপোষহীন ছাত্রনেতা। শিক্ষা দুর্নীতি ও প্রতারকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রনিকে মিথ্যা সাজানো মামলা দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। চট্টগ্রামের এক মন্ত্রী ও মাফিয়াদের আশ্রয় পেয়ে শিক্ষা ব্যবসায়ী ও জামায়াত শিবির চক্র ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিয়ে ধ্বংস করতে চায়।
এসময় কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী জাফর উল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।








