রংপুরে বাস-কার্ভাড ভ্যানের মুখোমুখি সংর্ঘষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। দুর্ঘটনায় তিন ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকালে নগরীর দমদমার তালুক ধর্মদাস এলাকায় নীলফামারীর সৈয়দপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা এইচএন কার্ভাড ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই পরিবহনের চালক গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। চালকদের বেপরোয়া গতির কারনে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রংপুর মেট্টোপলিটন পুলিশ পৃথক দু’টি মামলা করেছে।







