Site icon চ্যানেল আই অনলাইন

ম্যানসিটির জয়ের রাতে লিভারপুলের ত্রাতা কৌতিনহো

সার্জিও আগুয়েরো পেনাল্টি মিস করেছেন। তবে জয় পেতে সমস্যা হয়নি ম্যানচেস্টার সিটির। কেভিন ডি ব্রুইন ও রাহিম স্টার্লিংয়ের গোলে শাঁখতার দোনেৎস্ককে ২-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে ডেভিড সিলভার বাড়ানো বলে জাল খুঁজে নেন ডি ব্রুইন। ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে ৯০ মিনিটে, বের্নান্দো সিলভার কাটব্যাকে গোল তুলে নেন স্টার্লিং।

টানা দুই জয়ে ৬ পয়েন্টে ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকল ম্যানসিটি। একই রাতে ঘরের মাঠে ফেইনুর্ডকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। তাদের সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে শাঁখতার।

মঙ্গলবার রাতে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল। তাদের এক পয়েন্ট বাঁচানোর ত্রাতা কৌতিনহো। প্রথমে পিছিয়ে পড়েও ফিলিপে কৌতিনহোর গোলেই ১-১ এর ড্র নিয়ে স্পার্টাক মস্কোর মাঠ থেকে ফিরেছে লিভারপুল।

‘ই’ গ্রুপের ম্যাচে ২৩ মিনিটে ফের্নান্দোর গোলে এগিয়ে যায় মস্কো। ৩১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কৌতিনহো। টানা দুই ড্রয়ে লিভারপুল ২ পয়েন্ট নিয়ে গ্রুপে দুইয়ে থাকল। মারিবোরকে ৩-০তে হারিয়ে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া।

সেখানে ‘জি’ গ্রুপে জার্মানির লেইপজিগকে ২-০ গোলে হারিয়েছে জয়ের ধারাতেই আছে বেসিকতাস। নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে পোর্তোকে হারিয়েছিল দলটি। একই গ্রুপের অন্য ম্যাচে মোনাকোকে ৩-০তে হারিয়েছে পোর্তো।

ঘরের মাঠে অপরাজেয় থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় তুলেছে রোনালদোর জোড়া গোলে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল জিদানের শিষ্যরা।

ডর্টমুন্ডের সেখানে টানা দ্বিতীয় হার এটি। প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে একই ব্যবধানে হেরেছিল জার্মান দলটি। ‘এইচ’ গ্রুপে রাতের অন্য ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

Exit mobile version