Site icon চ্যানেল আই অনলাইন

মোবাইল নেটওয়ার্কে শিক্ষক হাজিরা পর্যবেক্ষণে প্রকল্প পরিকল্পনা

কোন শিক্ষক নিয়মিত স্কুলে যাচ্ছেন কিনা ভবিষ্যতে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তাও পর্যবেক্ষণ করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্যের ব্যাখা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালেদ।

এরকম একটি মনিটরিং প্রজেক্ট নেয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে বলে জানিয়েছেন তিনি।

তবে প্রকল্পটটি কতদিনের মধ্যে বা আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা তা নিশ্চিত নয় বলেও জানান সচিব মো. হুমায়ুন খালেদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আইসিটি প্রজেক্ট হিসেবে এরকম একটি মনিটরিং প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা এ সংক্রান্ত ডকুমেন্ট তৈরি করছি। প্রথমে পাইলটিং করবো, পরে সম্ভব হলে তা বাস্তবায়নের চিন্তা করবো।

সম্ভাব্যতা যাচাইয়ের পর কতদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তা বলা যাচ্ছে না।

বুধবার বিকেলে বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রূপালী ব্যাংকের সঙ্গে টেলিটকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার উপবৃত্তির টাকা পাঠানোর পাশাপাশি শিক্ষকদের পর্যবেক্ষণের কথাটি বলেন।

অনুষ্ঠানটিতে জানানো হয়, প্রাথমিক উপবৃত্তির টাকা এখন থেকে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে সারাদেশে পৌঁছে দেয়া হবে।

Exit mobile version