চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসি-সুয়ারেজ ছাড়াই শুরু হচ্ছে বার্সার

টটেনহ্যাম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বার্সেলোনার প্রাক-মৌসুম যাত্রা। রোববার মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে অবশ্য খেলবেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

বার্সেলোনা পোর্টল্যান্ডে নাইকির হেড কোয়ার্টারে অনুশীলন করেছে এবার। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫মিনিটে কাতালানরা মুখোমুখি হবে ইংলিশ লিগ জায়ান্ট টটেনহ্যামের।

মার্কিন সফরে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় আর্থার মেলো এবং ক্লিমেন্ট লেঙ্গলেটকে পরিচয় করিয়ে দেবে বার্সা। তবে সবশেষ সংযোজন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে নেয়া হয়নি দলে।

বিশ্বকাপের শেষ ষোলো কিংবা তার পরবর্তী রাউন্ড খেলা বেশ কয়েকজন ফুটবলারকে যুক্তরাষ্ট্র সফরে রাখেনি বার্সা। মেসি, সুয়ারেজের সঙ্গে সেই দলে আছেন কৌতিনহো, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা।

স্যামুয়েল উমিতিতি, উসমান ডেম্বেলে এবং ইভান রাকিটিচ তো আগস্টের আগে অনুশীলনেই যোগ দিচ্ছেন না। তারকা খেলোয়াড়দের বিশ্রামে পাঠিয়ে ভালভার্দে বি টিমের ১৩ জনকে যুক্তরাষ্ট্র সফরে নিয়ে গেছেন।

একই সফরে কাতালান ক্লাবের নারী দলও গেছে। বার্সার ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে একই সফরে গেছে নারী এবং পুরুষ দল।