Site icon চ্যানেল আই অনলাইন

মেসির দেখা পাচ্ছে সেই ‘পলিথিন মেসি’

‘পলিথিন মেসি’ খ্যাতি পাওয়া আফগানিস্তানের মুর্তজা আহমাদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ‘দ্য আফগানিস্তান ফুটবল ফেডারেশন’ (এএফএফ) মেসি এবং তার ক্লাব বার্সেলোনার কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল পেয়েছে।

সম্প্রতি পলিথিন দিয়ে টি-শার্ট বানিয়ে তাতে মেসি ও তার জার্সি নাম্বার ১০ লিখে ভক্তের অনন্য নমুনা উপস্থাপন করে মুর্তজা। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

সেটি বার্সেলোনা এবং মেসিরও চোখেও পড়ে। তারই প্রেক্ষাপটে ফুটবল জাদুকরের সঙ্গে এই সুযোগ পাচ্ছে মুর্তজা।

এএফএফ মুখপাত্র সাঈদ আলী কাজেমি ই-মেইলের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিওলেন মেসির সঙ্গে মুর্তজার দেখা করার ব্যবস্থা করেছে বার্সেলোনা।’

তিনি বলেন, ‘মুর্তজা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গজনি প্রদেশের প্রত্যন্ত গ্রাম জাগুরিতে বসবাস করে। খুব শিগগিরই তার স্বপ্ন সত্য হতে যাচ্ছে।’

মুর্তজার বাবা আরিফ আহমাদি দরিদ্র কৃষক। বাবার কাছে মেসির জার্সি চেয়েও মুর্তজা পাইনি। এরপর নিজেই পলিথিন কেটে তাতে কলম দিয়ে আকাশি ও সাদা রঙের আর্জেন্টিনার জার্সি বানিয়ে শরীরে দেয়। আর সেই ছবি মুর্তজার বড় ভাই হুমায়ুন ফেসবুকে দিয়েছিল, যেটি সাড়া বিশ্বে আলোড়ন তোলে।

মুর্তজার বাবা বলেন, ‘আমার ছেলেটা সত্যিই মেসি আর ফুটবলের পাগল। আমি সাধারণ একজন কৃষক। ওকে একটা জার্সি কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এজন্যই ওরা পলিথিন দিয়ে জার্সি বানিয়েছিল।’

Exit mobile version