Site icon চ্যানেল আই অনলাইন

মেজর সিনহা হত্যা মামলার রায় হতে পারে জানুয়ারি মাসেই

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় চলতি মাসে হতে পারে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। মামলায় আজকের কার্যক্রম তুলে ধরে তিনি এ কথা জানান।

সকাল সোয়া ১০ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ মামলার যুক্তিতর্ক শুরু হয়।

মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দিন আসামি লিয়াকতের আইনজীবী আদালতে অসমাপ্ত যুক্তিতর্ক তুলে ধরছেন। বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবীর যুক্তিতর্ক তুলে ধরার কথা রয়েছে। এরপর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি খণ্ডন করবেন। যুক্তিতর্ক চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

মামলার যুক্তিতর্ক উপস্থাপনকে কেন্দ্র করে মামলায় অভিযুক্ত ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নেওয়া হয়। সিনহা হত্যার মামলায় অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন।

২০২০ সালের ৩১শে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Exit mobile version