Site icon চ্যানেল আই অনলাইন

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

Advertisements

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে।

নারায়নগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী একটি যাত্রীবাহী লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কাছে চাঁদপুরের ষাটনল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

নারায়নগঞ্জ থেকে রাত ৯টায় দিকে ছেড়ে যাওয়া এমভি মকবুল ২ নামে লঞ্চটি গজারিয়া বরাবর মেঘনা নদীর ষাটনল এলাকায় আসার পর ডাকাতির কবলে পরে।

এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কয়েক যাত্রী আহত হয়েছেন। লঞ্চে অর্ধশত যাত্রী ছিল।

ডাকাতরা লঞ্চে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা যায় ভুক্তভুগীরা।

এ ব্যাপারে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুর বলেন, এমভি মকবুল-২ নামে একটি যাত্রীবাহী লঞ্চে মেঘনার ষাটনল এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

ডাকাত দল ৪০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে নৌ পুলিশ ষাটনল এলাকায় পৌঁছনোর আগেই সি বোটে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version