Site icon চ্যানেল আই অনলাইন

মুস্তাফিজের দাম উঠলো এক কোটি ৬১ লাখ

এক কোটি ৬১ লাখ টাকায় টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ।

তার প্রাথমিক মূল্য ধরা হয়েছিলো বাংলাদেশী টাকায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা। নিলামের শুরুটা করেছিল হায়দরাবাদ সানরাইজার্স। এর পর দামটা বাড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত জয় হয়েছে হায়দরাবাদের।

যদিও তাকে আইপিএলে দেখা যাবে কি না এটা নিয়ে এখনও সংশয় রয়েছে। কারণ বিসিবি থেকে আগে থেকে জানিয়ে রাখা হয়েছে আইপিএল কিংবা অন্য কোন টি২০ লিগে খেলার জন্য তাকে ছাড়পত্র দেওয়া হবে না।

এরই পথ ধরে দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। যদিও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স প্রথম সুযোগেই তাকে দলে টেনেছিলো।

তবে মুস্তাফিজ না থাকলেও পিএসএলে খেলছেন সাকিব, তামিম এবং মুশফিক। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর এবার পঞ্চম বাংলাদেশী হিসেবে আইপিএলে খেলবেন মুস্তাফিজ।

Exit mobile version