চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে সবচেয়ে বেশি বয়সী উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগে বাংলাদেশের খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খেলেছেন। দলের এমন অভিজ্ঞ খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই তারা দুজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমার মনে হয়। তারা এতবছর ধরে খেলছে, গত চ্যাম্পিয়ন্স ট্রফিটাতেও তারা খেলেছিলেন। তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কিন্তু অধিনায়ক হিসেবে আমি কোনো একক খেলোয়াড়ের উপর ভরসা করতে চাই না। পুরো দল হিসেবে যেন আমরা খেলতে পারি।’
‘যেদিন যে খেলোয়াড় ভালো খেলবে, যেন দায়িত্ব নিয়ে ওই খেলাটা জেতায়, সেই আশাটা প্রত্যেক খেলোয়াড়ের থেকে করি। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে আমার প্রত্যাশা তাদের অভিজ্ঞতাটা যেন খেলোয়াড়দের কাছে দেয় এবং খেলা চলার সময় যদি কোনো আইডিয়া তাদের থাকে সেটা যেন ভাগাভাগি করেন।’
বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।









