Site icon চ্যানেল আই অনলাইন

মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না করার আহ্বান

মনোয়ার হোসেন মান্না,ঢাবি প্রতিনিধি: মহান বিজয় দিবসের গুরুত্ব অনুধাবন করে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পড়ুয়া কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান।

তারা আক্ষেপ করে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাঁদের অবস্থান হওয়া উচিত সকল দলমতের উর্ধ্বে। কিন্তু তারা অনেক সময় নোংরা রাজনীতি শিকার হন। বিভিন্ন সরকার তাদের ভিন্ন ভিন্ন ভাবে মূল্যায়ন করে। তাঁদেরকে দলীয়করণ করে, ইতিহাস বিকৃত করে।

ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান রিফাত চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমি একজন গর্বিত সন্তান। কিন্তু আক্ষেপ হয় যখন দেখি মুক্তিযোদ্ধারা তাঁদের প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না। দেশের সরকার পরিবর্তন হলে তাদেরও অবস্থার পরিবর্তন হয়। এটা জাতির জন্য লজ্জার। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি চাই দলমত নির্বিশেষে তাঁদের মর্যাদা দেয়া হোক। পাশাপাশি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যাদের খোঁজ সরকার নেয় না, তাদের সনাক্ত করে সম্মান দেয়া হোক এবং সহযোগিতা করা হোক।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান ইমাম মঞ্জুর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের আবেগের জায়গা, আমাদের অস্তিত্বের স্থান। যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাঁদেরকে প্রাপ্য সম্মান দেয়া উচিত সব সরকারের । কিন্তু দেখা যায় বিভিন্ন সরকারের আমলে এক শ্রেণীর মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা নেয় । অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধারা হন নিগৃহীত।

ইমাম মঞ্জুর আরও বলেন, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে আছেন যারা শুধু মুখে বলেন মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু প্রকৃত মর্যাদা বা সম্মান কোনটাই করেন না। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি চাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিতর্কের উর্ধ্বে স্থান দেয়া উচিত । মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত।

মুক্তিযোদ্ধার স্বজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন ।তাঁরা সকল ধরনের সুবিধাবঞ্চিত । তাদেরকে খুঁজে বের করে যথাযথ মর্যাদা দেয়া উচিত এবং আর্থিকভাবে সহযোগিতা করা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আরও কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান ও স্বজনদের সাথে চ্যানেল আই অনলাইন কথা বলে । তাদের মধ্যে একজন বলেন আমারা অনেকেই বিজয় দিবসের প্রকৃত চেতনা লালন করি না, দিবসটির মর্যাদা কি তা জানিনা। এক শ্রেণী আছে যারা শুধু এটিকে নিতান্তই একটি উৎসব হিসেবে উদযাপন করে ।দিবসটির মহত্ব বা গভীরতা উপলব্ধি করেনা।

তিনি আরও বলেন, মহান বিজয় দিবসের মাহাত্মকে সমুন্নত রাখতে আমাদের সকলের উচিত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা।

Exit mobile version