Site icon চ্যানেল আই অনলাইন

মিয়ানমার শরণার্থী বিষয়ে আদেশ প্রত্যাহার মণিপুর সরকারের

চলমান বিক্ষোভ ও সহিংসতার কবলে পড়ে মিয়ানমারের অনেক নাগরিক পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিচ্ছে। কিন্তু কিছুদিন আগে মণিপুর সরকার তাদের সীমান্তবর্তী কর্মকর্তাদের ‘ভারতে আশ্রয় নেওয়াদের বিনীতভাবে সরিয়ে দেওয়ার আদেশ করে এক নির্দেশনা জারি করে’। রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসকদের কাছে সে আদেশ পাঠানো হয়।

মণিপুরের বীরেন সিংহ সরকারের এমন আদেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে অমানবিক ও ভারতের মানবিক ঐতিহ্য ও সংস্কৃতির বিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

এনডিটিভি বলছে, এমন সমালোচনার প্রেক্ষিতে পূর্বের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে মণিপুর সরকার।

আদেশ প্রত্যাহার করে বলা হয়, সেটি ছিলো ভুল বোঝাবুঝি। আদেশ প্রত্যাহার করে মণিপুরের স্বরাষ্ট্র বিভাগ গতকাল একই বিষয়ে নতুন এক নির্দেশনাপত্র প্রেরণ করেছে।

এই বিষয়ে রাজ্য সরকারের বিশেষ স্বরাষ্ট্র সচিব এইচ জ্ঞান প্রকাশ জানান, আগের আদেশটির বিষয়বস্তুগত ভুল ধারণা ও ভুল ব্যাখ্যা ছিলো। এই ভুল বোঝাবুঝি শুধরে দেয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ মার্চে পাঠানো আদেশপত্রটি প্রত্যাহার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে আশ্রয় প্রার্থীদের সব ধরনের মানবিক সহযোগিতা দিচ্ছে সরকার। রাজ্য সরকারও সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মানবিক সংকটে পড়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীদের ভারত ও তার দেশের বিভিন্ন রাজ্য সরকারকে সাহায্যের আহ্বান জানান।

জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সহিংসতা শুরু হওয়ার পর থেকে মিয়ানমারের অসংখ্য নাগরিক ভারতে আশ্রয়ে প্রবেশ করছে নিয়মিত।

Exit mobile version