Site icon চ্যানেল আই অনলাইন

‘মিলনমেলা আয়োজনের’ উদ্যোগ মাশরাফী-সাকিবদের

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকা ছয় দলের ম্যাচ হয়েছে মঙ্গলবার। বুধবার বিশ্রামের দিন। অথচ ঢাকা লিগের অধিকাংশ তারকা ক্রিকেটার হাজির শের-ই-বাংলা স্টেডিয়ামে। অনুশীলন জার্সি জড়িয়ে নয়; যার যার পছন্দের পোশাক-ফ্যাশনে।

মাশরাফী-মুশফিক-নাসিরদের সঙ্গে লিগ না খেলা সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, সাব্বিরও হাজির। সবমিলিয়ে হাজির ক্রিকেটারের সংখ্যাটা ৪০-এর ঘরে। তারা সবাই কেন মিলিত হয়েছেন জানা গেল তাদের দীর্ঘ আড্ডার পর। প্রিমিয়ার লিগ শেষে ১২টি ক্লাবের ক্রিকেটাররা মিলে পিকনিক করবেন। বিশাল সেই আয়োজনের জন্য তারিখ, ভেন্যু নির্ধারণ করতেই সবাই মিলিত হন একাডেমি ভবনের জিমে।

আনন্দ আয়োজনের উপলক্ষই ক্রিকেটারদের মিলিত করেছে মিরপুরে। যদিও এত ক্রিকেটার একসঙ্গে দেখে শুরুতে অবাকই হতে হয়েছে। ক্রিকেটাররা কোনো আন্দোলনে নামছেন কিনা এমন কানাঘুষাও চলছিল বিসিবিপাড়ায়! এতজনকে একসঙ্গে যে দেখা গিয়েছিল শেষবার, সেই ২০১৩ সালে। তখন ক্রিকেটারদের রুটি-রুজির ঢাকা প্রিমিয়ার লিগ না হওয়ার শঙ্কা জেগেছিল। ক্রিকেটাররা একত্রিত হয়ে আন্দোলন করেছিলেন বিসিবিপাড়ায়।

তবে বুধবার তেমন কিছু ফিরে আসেনি। এবারে ক্রিকেটারদের একত্রিত করেছে পিকনিক আয়োজনের পূর্বপ্রস্তুতি। তিন ঘণ্টা আলোচনা-আড্ডার পর জিম ছেড়ে বের হন তারা। চোখে-মুখে আনন্দের ঝিলিক।

সাকিব-সৌম্য-বিজয়-সানি-জিয়া বের হলেন গল্প করতে করতে। দুপুর গড়িয়ে ঘড়ির কাটায় তখন বিকেল তিনটা। ক্ষুধায় সবার পেট ধরে এসেছে। বের হয়ে আর দেরি নয়; যে যার গাড়িতে চেপে ধরলেন বাসার পথ। বিদায় নেয়ার সময় সাকিবকে এক ক্রিকেটার মজা করেই বললেন, চলেন সাকিবসে খেয়ে নেই। স্টেডিয়ামের অদূরে সাকিবের রেস্টুরেন্ট সাকিব’স-৭৫। সেখানে অবশ্য দল বেধে যাওয়া হয়নি। সবাই ধরেছেন যার যার বাসার পথই।

Exit mobile version