Site icon চ্যানেল আই অনলাইন

‘মিরাজ-ফিজ’ না থাকাতেই জিম্বাবুয়ের বড় সংগ্রহ

চট্টগ্রাম থেকে: পেস ও স্পিন আক্রমণের ধারাল দুই অস্ত্র মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ একাদশে ছিলেন না একইদিনে। টেস্ট সিরিজ শুরুর আগে বিশ্রাম দেয়া হয়েছে তাদের। সুযোগটা ভালই কাজে লাগিয়েছে জিম্বাবুয়ে।

যে দলটি প্রথম দুই ম্যাচে আড়াইশ পেরোতে পারেনি, তারাই এদিন সিরিজের শেষ ম্যাচে তুলে ফেলেছে ২৮৬ রানের বড় সংগ্রহ। সেটিও কেবল ৫ উইকেট হারিয়ে।

এশিয়া কাপে অভিষিক্ত রনিকে এদিন আক্রমণের দায়িত্ব দেন মাশরাফী। আরেক প্রান্তে মোহাম্মদ সাউফউদ্দিন। পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে দারুণ সফল তারা। পরে অবশ্য সেই প্রভাব ধরে রাখতে পারেননি অন্যরা।

প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আসেন এ ম্যাচেই অভিষিক্ত আরিফুল হক। চার নম্বরে বল হাতে নেন মাশরাফী। দলে ডাক পাওয়া সৌম্য সরকার ছিলেন পঞ্চম বোলার। রনি-সাইফের শুরুর কারিকুরি ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু দুই উইকেট ও মাহমুদউল্লাহর কিপটে বোলিং ছাড়া সফলতা নেই কারও।

মাশরাফী ৮ ওভারে দিয়েছেন ৫৬ রান। সৌম্য ২ ওভারে ১৬। আরিফুল দিয়েছেন ৩ ওভারে ১৭। রনি ৯ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।

সাইফউদ্দিন ১০ ওভারে ৫১ রান দিয়ে নেন একটি উইকেট। অপু ৮ ওভারে দেন ৫৮ রান। খরুচে থাকলেও দুটি উইকেট নেন এ স্পিনার। মাহমুদউল্লাহ ১০ ওভারে দেন ৪০ রান।

Exit mobile version