মাত্র ২৬ বছর বয়সে আকস্মিক ভাবে মৃত্যু হল মার্কিন র্যাপার ম্যাক মিলারের। ক্যালিফোর্নিয়ার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
আমেরকান সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, মার্কিন এই তারকা মূলত অতিরিক্ত মদ্যপানের ফলেই মারা গেছেন।
১৯৯২ সালের ১৯জানুয়ারি প্যাটসবার্গে জন্মগ্রহন করেছিলেন তিনি। মার্কিন র্যাপার ম্যাক মিলার হিসেবে সকলের কাছে পরিচিত থাকলেও তার আসল নাম ম্যালকম জেমস ম্যাকক্রোমিক।
২০১১ সালে তার প্রথম অ্যালবাম দিয়েই সংগীতে তার যাত্রা শুরু হয়েছিল। আর এই অ্যালবাম থেকেই খ্যাতির সিড়িতে পা পড়েছিল তার।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর সকালে মিলারের স্টুডিও সিটি হাউজ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মেডিকেল পরীক্ষা করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রয়াত এই তারকার ‘সুইমিং’ নামক অ্যালবামটি। যা মুক্তির পর থেকেই বেশ হিট।









