নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিলেও বিএনপি বলছে, তাদেরকে মামলা-মোকদ্দমাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। তবে নেতারা বলছেন, সরকার যে কৌশলই নিক না কেনো, ৫ জানুয়ারি মতো নির্বাচন আর হবে না।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ যখন পথসভায় ব্যস্ত, বিএনপি তখন বলছে, তাদেরও প্রাতিষ্ঠানিক গণসংযোগে থাকার কথা, কিন্তু একদিকে তাদের নেত্রী কারাবন্দী, অন্যদিকে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা।
দলের নেতারা পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, ১ সেপ্টম্বর প্রতিষ্ঠাবর্ষিকীর দিন থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ হাজার ১’শ ৪৯টি মামলা হয়েছে।
এসব মামলায় ৮৬ হাজার ৬’শ ৯২ জন আসামী, বেনামি আসামী ২ লাখ ৭৬ হাজার ২’শ ৭৭ জন। এক মাসের কিছু বেশি সময়ে ৪ হাজার ৭শ জন গ্রেপ্তার হয়েছে বলেও দাবি তাদের।
নির্বাচনী ভাবনার পাশাপাশি আন্দোলন প্রস্তুতির কথাও জানিয়েছে বিএনপি। তবে সবকিছু পরিস্কার করার জন্য বিএনপি নেতারা নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন।










