প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি নির্বাচন শান্তিপূর্ণহয়েছে। সিটি কর্পোরেশনের পর আগামীতে দেশবাসীও বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দেশবাপী সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন,এত নৃশংসতার পরও কিভাবে জনগণ বিএনপিকে ভোট দেয়।
মঙ্গলবার অনুষ্ঠিত সিটি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,তিন সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে বিএনপি এত ভোট পেত না। এতে বোঝা যায় নির্বাচন সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।বিএনপির মতো এইধরণের সংগঠন যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদেরকে জনগন প্রত্যাখ্যান করেছে।
যারা এই নির্বাচনের দোষত্রুটি খুঁজে বেড়াচ্ছেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি দেশে নির্বাচনের সময় যে ধরণের বিশৃঙ্খলা হয় সেটা বরং এবারের এই মেয়র নির্বাচনে কম হয়েছে। জনগন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।
সিটি নির্বাচন শুরুর পরপরই বিএনপির মেয়রপ্রার্থীদের নির্বাচন বয়কট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্য ছিলো কয়েকটি লাশ ফেলে দিয়ে সংঘর্ষ তৈরি করে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে তারা তা পারেনি।
সেই সঙ্গে গত তিন
মাসের সহিংসতায় জড়িতদের কাউকে
ছাড় হবে না
বলে হুঁশিয়ার করেন
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
আগনে পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করে যারা তাদেরকে ভোট দেয়া থেকে দেশবাসীকে বিরত থাকার আহবান জানান।
২০১৫ সালের পাঁচ জানুয়ারির পর গত তিন মাসে বিএনপির আন্দোলনের সময়ে নিহতদের পরিবার এবং আহত ১৯৩ জনকে ৮ কোটি ৪১ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও ক্ষতিগ্রস্থ যানবাহনের মালিক এমন ৬৫ জনকে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।






