চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানুষের চাকরির বাজার দখল করবে রোবট

আগামী বিশ বছর পর চাকরি হারাবে প্রায় দশ লাখ মানুষ। আর ওই চাকরির শূণ্যস্থান পূরণ করবে রোবট। এমনটাই জানিয়েছেন বিশিষ্ট প্রযুক্তি উদ্যোক্তা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট গভর্নেন্সের রক সেন্টারে সহকর্মী বিবেক ওয়াদধা।

ব্রিটিশ দৈনিক দ্য এক্সপ্রেস এ খবর জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবিসি রেডিও ফোরকে এক সাক্ষাতকারে বিবেক ওয়াদধা বলেন, আগামীর বিশ্বটা হবে রোবটের খেলাঘর। প্রযুক্তির উৎকৃষ্টতার কাছে মানুষ পরাজিত হবে। সুপার ইন্টেলিজেন্ট রোবট নিয়ন্ত্রন করবে সব কিছু।

বিবেক আরো বলেন, যদিও এ কথাগুলো শুনতে খারাপ লাগছে তারপরেও এটাই বাস্তবে পরিণত হবে।এমনটা হতেই পারে যে মানুষ নিজেদের চারপাশে যা দেখছে-করছে-গড়ছে সবই আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কোনও বিশালাকৃতির রোবট দুনিয়ার দ্বারা।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিবেক বলেন, আগামী পাঁচ ছয় বছরের মধ্যেই রোবট রাস্তায় আসবে। গাড়ী চালাতে তখন ড্রাইভারের প্রয়োজন হবে না, ড্রাইভিং নিয়ন্ত্রন করবে রোবট।এরপর শুরু হবে রোবট বিপ্লবের বছর।রোবটের মধ্যে রোবট ম্যানুফেকচারিং প্রসেসে পরিবর্তন আসবে।

২০৩৬ সালের বিশ্ব কেমন হবে এমন প্রশ্নের জবাবে প্রযুক্তি বিশেষজ্ঞ বিবেক ওয়াদধা বলেন, ওই সময়গুলোতে সমাজ, পুঁজিবাদ সবই পুনর্বিবেচনা করতে হবে। ওই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রভাব থাকবে।

এমনকী, মহাজাগতিক কয়েকটি নিয়মের প্যাটার্ন বিশ্লেষণ করে তিনি দাবি করেছেন, মহাকর্ষ-অভিকর্ষ সবই হয়তো তখন মেকানাইজড কম্পিউটারাইজড প্রসেসে নিয়ন্ত্রিত হবে।