Site icon চ্যানেল আই অনলাইন

মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় যশোরের মনিরামপুরের সিদ্দিকুর রহমান গাজীসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এই আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ধর্ষণসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান মঙ্গলবার এই তথ্য জানান।

এ সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে ছয়টি অভিযোগে যশোর জেলার মনিরামপুর থানার সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে।

এই মামলায় আসামি ছিল ১৩ জন। এরমধ্যে গ্রেপ্তার আছে ১ জন। পলাতক আছে ৪ জন। আর মারা গেছে ৮ জন। পলাতক আসামি সিদ্দিক ছাড়া বাকী পলাতক চার আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

২০১৬ সালের ২৩ আগস্ট এই মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১০ এপ্রিল তদন্ত শেষ হয়। মামলায় ৩৩ জনকে সাক্ষী করা হয়েছে।

Exit mobile version