Site icon চ্যানেল আই অনলাইন

মাঠে হার্ট অ্যাটাকে ৮০০০ রান করা ক্রিকেটারের মৃত্যু

ক্যারিয়ারে ৮ হাজারেরও বেশি রান আর জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ ২৫৬ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন, কিছুটা সময় পেলে হয়তো ক্যারিয়ারকে টেনে নিতে পারতেন আরও বেশ দূরে। কিন্তু বিধিবাম, জনপ্রিয় ওই ক্রিকেটার ২২ গজের ক্রিজে খেলতে খেলতেই চলে গেলেন না ফেরার দেশে।

১৭ নভেম্বর, মঙ্গলবার, রেইমন্ড ফন শুর নামিবিয়ার হয়ে সিএসএ প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জে ফ্রি স্টেটের বিপক্ষে ব্যাট করিছিলেন। ব্যাট হাতে সংগ্রহ করেও ছিলেন ১৫ রান। ঠিক তখনই স্ট্রোক করে মাঠ ছাড়েন তিনি।

সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দেশটির রাজধানী উইন্ডহোয়েকের একটি হাসপাতালে।টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত শুক্রবার (২০ নভেম্বর) পাড়ি জমান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৫ বছর।

এর আগে, ২০০৭ সালে ১৭ বছর বয়সে অভিষেকের পর ২০১২ সালে নামিবিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতেন এ উইকেট কিপার কাম ব্যাটসম্যান। তার মৃত্যুতে নামিবিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড ফ্রাঙ্কল শোক প্রকাশ করেন।

Exit mobile version