চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মরুর বুকে আবারও লাল-সবুজের ঢল

দুবাই ডায়েরি-৫

আবুধাবিতে ম্যাচ শেষ করে বৃহস্পতিবার রাতেই দুবাইয়ে ফিরেছে বাংলাদেশ দল। ম্যাচ হারের ধকল, ভ্রমণ ক্লান্তি, সব পেছনে ফেলে ১৭/১৮ ঘণ্টার ব্যবধানে এশিয়া কাপের সুপার ফোরে শুক্রবার আবারও মাঠে নামা টাইগারদের।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শুক্রবারের ম্যাচটা অবশ্যই কঠিন। জয় পাওয়া সহজ হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। মাঠের লড়াইয়ে যাই হোক সে হিসাব পরে। আপাতত এগিয়ে থাকা চাই। খেলার আগে অন্তত ভারতের চেয়ে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামমুখী হয়েছে হাজারো জনতার ঢল। কড়া রোদ, নিরাপত্তার কড়াকড়ি, দেহ-ব্যাগ ইত্যাদি তল্লাসি চলছেই। তবুও এসবকে পাত্তা না দিয়ে টাইগারদের জন্য স্টেডিয়ামে আসছেন ক্রিকেট পাগল অগণিত বাংলাদেশি।

হাতে প্লে-কার্ড, গায়ে লাল-সবুজের জার্সি, মাথার উপড়ে বিশাল আকৃতির পতাকা। বিদেশের পথে এ এক অভূতপূর্ব দৃশ্য। সবার চাওয়া এক এবং অভিন্ন। ভারতের বিপক্ষে জয় পাওয়া চাই টাইগারদের। মাঠের বাইরে যা করার করবেন তারা।

মাঠের ভেতরের লড়াইয়ে জিততে হলে সেরা ভূমিকায় অবতীর্ণ হতে হবে মাশরাফী, সাকিব, মুশফিকদের। আর আগামী ৮ ঘণ্টা তাদের হয়ে গলা ফাটাবে হাজারো লাল-সবুজ সমর্থক।