Site icon চ্যানেল আই অনলাইন

মন্ত্রী-সচিব-ম্যাজিস্ট্রেটের নকল সিলসহ গ্রেপ্তার ৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পুলিশ ক্লিয়ারেন্স ও বিভিন্ন মন্ত্রণালয়ের বিপুল পরিমান নকল সিলসহ  জালিয়াতি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সবুজ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. সুমন হোসাইন, মো. জাকির হোসাইন, আব্দুর রহিম, আনোয়ার হোসেন নান্নু ও মো. রুবেল মিয়া।

ডিএমপি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোদ্দাসের হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আসামিদের হেফাজত থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৯৩টি, ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন কোর্টের ৭টি, বিভিন্ন জেলার এসপি-ডিএসবির ৮৪টি ও শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ কর্মকর্তাদের ৪২টি সিল উদ্ধার করা হয়।

এছাড়াও বিভিন্ন থানার ওসির ৪৫২টি, বিভিন্ন থানার ৪৪৩টি গোল সিল, জাল পুলিশ ক্লিয়ারেন্স (পূরণ করা এবং খালি) ৯ হাজার ৫৪০টি, বিভিন্ন জেলার ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, কোম্পানি প্রোপাইটার, কাজীর, চেম্বার অফ কমার্স ও বিভিন্ন সার্জনসহ অন্যান্য ৫৭টি, সৌদি ভিসা, থানার ওসির ৬০টি গোল সিল, স্বরাস্ট্র মন্ত্রণালয় ও নোটারি পাবলিকের ২টি এ্যাম্বুস সিল এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

তিনি জানান, জালিয়াতি চক্রের সদস্যরা কম্পিউটারের মাধ্যমে সিলগুলো ব্যবহার করে জাল সার্টিফিকেট তৈরি করে জনগণকে প্রতারিত করে অর্থ আদায় করতো।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। 

Exit mobile version