Site icon চ্যানেল আই অনলাইন

ভূমির উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূমির উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা পানি শোধনাগার-২’ প্রকল্পের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহারে ভূমিকম্পের ঝুঁকি বাড়ে। বৃষ্টির পানি সংরক্ষণ করার পাশাপাশি শিল্পায়নের ফলে যেন নদীর পানি দূষিত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।

বাংলাদেশ সরকার এবং জাইকার যৌথ প্রচেষ্টায় রাঙ্গুনীয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরে নির্মিত এ প্রকল্পে দৈনিক ১৪ কোটি ৩০ লক্ষ লিটার সুপেয় পানি উৎপাদন সক্ষম।

Exit mobile version