চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভুয়া আইডি খুলে যুবলীগ নেতাদের নামে চাঁদাবাজি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবলীগের কমিটি দেয়ার কথা বলে নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করত আতিকুল ইসলাম (২২)।

যুব আওয়ামী লীগের সভাপতি নাজমা আকতার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নামে ফেক আইডি খুলে চাঁদাবাজির অভিযোগে আতিকুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।

সোমবার বিকালে রাজশাহী থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সেসময় আতিকুলের কাছ থেকে মোবাইল, টাকা, বিকাশ একাউন্ট ও কয়েকটি ফেক আইডি জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মফিজুর রহমান পলাশ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, আতিকুল যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আরো অনেকের নামে ফেক আইডি খুলে কমিটি দেয়ার কথা বলে বা অন্য অনেক কারণ দেখিয়ে অনেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা দাবি করতো এবং অনেক ক্ষেত্রে টাকা গ্রহণ ও করেছে।

বিষয়টি সাইবার নিরাপত্তা বিভাগের সোশ্যাল মিডিয়া টীমের নজরে আসলে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়।

আতিকুল ইসলামের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।