Site icon চ্যানেল আই অনলাইন

ভুটান ম্যাচের আগে নারী ফুটবল দলকে লা লিগার শুভকামনা

নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচের আগে বড় প্রেরণা পেল স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা লা লিগা থেকে। বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে তারা।

লা লিগা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে বাংলাদেশের মেয়েদের শুভেছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের অসামান্য নারী ফুটবল দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা! তোমাদের স্পিরিটকে করি স্যালুট! অল দ্যা বেস্ট!’

ভুটানের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে সাফের মিশন শুরু করতে মুখিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের জন্য দল পুরোপুরি প্রস্তুত অধিনায়ক সাবিনা খাতুনরা। নেপালের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় ভুটানের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা

২০১০ সালে টুর্নামেন্টটির প্রথম আসর বসেছিল বাংলাদেশেই। সেবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল স্বাগতিকদের।

এই ঘটনা এবারই প্রথম নয়। নেপালে ইউএস–বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল স্পেন ফুটবল লিগ কর্তৃপক্ষ। তারপর বাংলাদেশের স্বাধীনতা দিবসেও শুভেচ্ছা জানায় তারা।

Exit mobile version