Site icon চ্যানেল আই অনলাইন

ভিন্টেজ ফোনের তালিকায় আইফোন ৬ প্লাস

Advertisements

আইফোন ৬ প্লাস ফোনকে ভিন্টেজ ফোনের তালিকাভুক্ত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছে, পণ্যটি তার উৎপাদন সার্কেল পূর্ণ করেছে।

৭ বছর আগে আইফোন ৬ এর সাথে ৬ প্লাস ফোনটি বাজারে আসে। যদিও অ্যাপল বর্তমানে বড় স্ক্রিনের ফোন বাজারে পরিচিতি ঘটিয়েছে।

অ্যাপল’র বরাতে এনডিটিভি জানায়, প্রতিষ্ঠানটি সেইসব পণ্যকে তারা ভিন্টেজ লিস্টে অর্ন্তভুক্ত করে, যেসব কমপক্ষে ৫ কিংবা ৭ বছরের বেশি সময় ধরে বাজারে বিক্রয়ের জন্য সরবরাহ বন্ধ করা হয়।

অ্যাপলের ভিন্টেজ তালিকাভুক্ত অন্যান্য পন্যগুলো হলো আইফোন ৪ (৮ জিপি), আইফোন ৪এস, আইফোন ৪ এস (৮ জিবি), আইফোন ৫ এবং আইফোন ৫ সি।

ভিন্টেজ লিস্টে পণ্য উঠানো মানেই এ ফোনের সেবা বন্ধ হয়ে যাবে তেমনটি নয়। অ্যাপল’র অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে আইফোন সিক্স প্লাসের জন্য সেবা নিতে পারবেন গ্রাহকেরা।

২০১৪ সালে ৫ দশমিক ৫ স্ক্রিনের আইফোন ৬ প্লাস সিরিজের ফোনটি বাজারে আনে অ্যাপল।

Exit mobile version