Site icon চ্যানেল আই অনলাইন

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম গ্রেপ্তার

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়েছে। দিনভর নাটকের পর রাতে সিবিআই তাকে গ্রেপ্তার করে।

এনডিটিভি জানায়, তাকে গ্রেপ্তারের আশঙ্কা আগে থেকেই ছিল। বুধবার রাতে চিদাম্বরম প্রকাশ্যে আসার পরে তার বাড়িতে পৌঁছে যান সিবিআই ও ইডি অফিসাররা। দরজা না খোলায় দেওয়াল টপকে বাড়িতে ঢোকেন তারা।

এরপরও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত রাত পৌনে ১০টার দিকে আইএনএক্স মিডিয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সেই থেকে আর দেখা যায়নি তাকে। বাধ্য হয়েই তার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তবে চিদাম্বরম নিজেকে নির্দোষ দাবি করে গণমাধ্যমকে বলেন, এই মামলার অভিযোগপত্রে আমার নাম নেই। অন্যায়ভাবে মামলা পরিচালিত হলেও আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।

Exit mobile version