Site icon চ্যানেল আই অনলাইন

ভারতের শক্তি নিয়ে চিন্তিত নয় টাইগাররা

পূর্ণ শক্তির ভারত দলকে নিয়ে নয়, নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মিরপুরে ভারত সিরিজকে লক্ষ্য করে তাই জোর প্রস্তুতি চলছে। বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এনামুল হক বিজয়। একাদশে স্থান পেলে নিজের সেরা খেলাটির কথাই জানালেন টাইগার ওপেনার।

প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টাইগারদের সামনে এবার প্রতিপক্ষ ভারত। দলের সিনিয়র খেলোয়াড়রা বিশ্রাম চাইলেও বাংলাদেশের বিপক্ষে ঝুঁকি নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই পূর্ণ শক্তির ভারত দলই আসছে বাংলাদেশ সফরে।

সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতিতে নেমেছে মােমিনুল, সৌম্য, সাব্বির, তাসকিনরা। বিশ্বকাপে ইনজুরিতে পড়া এনামুল বিজয়ও ফিরেছেন দলে। সিরিজে নিজেদের সেরা পারফরম্যান্স-এর প্রস্তুতিতে আছেন জাতীয় দলের ওপেনার।

পূর্ণ শক্তির ভারতীয় দল নিয়ে চিন্তিত কিনা? এমন প্রশ্নে বিশ্বকাপের সময় ইনজুরিতে ছিটকে পড়ে আবার দলে ফেরা এনামুল হক বিজয় বলেন, ভারত তাদের কতটুকু শক্তি নিয়ে আসবে সেটা নিয়ে আমরা মে‍াটেও চিন্তিত নই। আমরা এখন শুধু নিজেদের নিয়েই ভাবতে চাই। বাংলাদেশ দল আগের যে কোনাে সময়ের চেয়ে ভালাে খেলছে। তাই ভারতের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ আছে।

পাকিস্তান সিরিজে ওপেনিং-এ সৌম্য ভালো করায় একাদশে জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সুযোগ পেলে সেরাটাই খেলতে চান বলে জানালেন বিজয়।

তিনি বলেন, দলে এখন ভালো ভালো খেলোয়াড় রয়েছে। কারও জায়গাই নিশ্চিত নয়। তাই প্রতিযোগিতা থাকবেই। আর এটি দলের জন্য সব সময়ই ভালো। তবে সুযোগ পেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই।

ভারতের বিপক্ষে জয় পেতে সেরা পরিকল্পনা আর মাঠে তা বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন এনামুল বিজয়।

Exit mobile version