Site icon চ্যানেল আই অনলাইন

ভারতের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ সাউথ আফ্রিকা

ভারতের সামনে খড়কুটোর মতো উড়ে গেল সাউথ আফ্রিকা। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে ইনিংস এবং ২০২ রানে কোহলিদের সামনে হার মানল প্রোটিয়ারা। সিরিজের তিন টেস্টেই তাদের হেলায় হারিয়ে ৩-০তে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করল স্বাগতিক ভারত।

এই জয়ের ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ১২০ পয়েন্ট পেল ভারত। মোট ২৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল তারা।

ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস ১৬২তেই শেষ। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। ১৩২ রানেই তৃতীয় দিন ৮ উইকেট চলে যায়। চতুর্থ দিন জয়ের জন্য ভারতের দরকার মাত্র ‍দুই উইকেট। আর ইনিংস হার বাঁচাতে প্রোটিয়াদের করতে হত ২০৩ রান।

মঙ্গলবার দিনের প্রথম দুই ওভারেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। এক রান যোগ করে আউট হয়ে যায় প্রোটিয়া দুই ব্যাটসম্যান। অর্থাৎ, ১৩৩ রানেই শেষ।

এই নিয়ে কোহলির নেতৃত্বে ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জিতল ভারত। আর সাউথ আফ্রিকা দলকে এই প্রথম হোয়াইটওয়াশ করল বিরাটের দেশ।

মোহাম্মদ সামির নেতৃত্বে ভারতের বোলিং যেমন প্রোটিয়ারা সামলাতে পারেনি, তেমন ব্যাটিং সামলাতেও নাজেহাল হয়েছে। এই সিরিজে সামি নিয়েছেন মোট ১৩টি উইকেট।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ২০৩ রানে জেতে ভারত এবং দ্বিতীয় টেস্ট জেতে ১৩৭ রানে। ওপেনার হিসেবে রোহিত শর্মার সিরিজে ৫২৯ রান অবশ্যই এই জয়ের নেপথ্য নায়ক। উল্লেখ করতে হবে মায়াঙ্ক আগরওয়ালের নামও।

Exit mobile version