দুইশো কোটি টাকা খরচ করে বলিউড অভিনেতা ও প্রযোজক শাহরুখ খান নির্মাণ করলেন ‘জিরো’, প্রায় সাড়ে চার হাজার স্ক্রিন থেকে ছবিটি মুক্তির ৮ দিনে আয় করে ৮০ কোটি টাকা। অথচ একই দিনে ভারতের প্রেক্ষাগৃহে মাত্র আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই কন্নড় অভিনেতা যশের ‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’ আয় করেছে ১০৫ কোটি রুপি। যে ছবিটির বাজেট ছিলো মাত্র ৮০ কোটি রুপি!
বিজ্ঞাপনী প্রচার প্রচারণা মিলিয়ে যশের ‘কেজিএফ’-এর মোট খরচ ৮০ কোটি টাকা। যা মুক্তির এক সপ্তাহেই পকেটে পুড়েছেন ছবির প্রযোজক। শুধু তাই না, এরইমধ্যে লাভের মুখও দেখে ফেলেছে ছবিটি। ধারনা করা হচ্ছে, ২০১৮ সালের অন্যতম ব্যবসা সফল ছবির তালিকায় জায়গা করে নেবে কেজিএফ।
অন্যদিকে শাহরুখের ব্যয়বহুল ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হল থেকে গড়ে প্রতিদিন যা আসছে তা নিতান্তই হতাশাজনক।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগ বাজেটের ছবি ‘কেজিএফ-১’। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন যশ। যিনি কিনা এর আগেও বেশকিছু হিট ছবি উপহার দিয়েছেন। তবে এই ছবির মধ্য দিয়ে তার তারকা পরিচিতি ছড়িয়ে গেল গোটা ভারতে। যার প্রমাণ পেলেন হাতে নাতেই। এমনকি ভারতের দর্শকরা শাহরুখের ছবি রেখে যশের ‘কেজিএফ’ দেখতেই নাকি বেশী আগ্রহবোধ করছেন!
সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের উত্থান পতন নিয়ে ক্রাইম থ্রিলার ‘কেজিএফ-১’। গত দুই বছর ধরে হয়েছে ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। আর হলে মুক্তির পরই হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। ‘কেজিএফ’ পরিচালনা করেছেন প্রশান্ত নিল। শিগগির জানিয়ে দেয়া হবে ‘কেজিএফ’-এর চ্যাপ্টার-২ কবে আসছে!
অন্যদিকে শাহরুখের ‘জিরো’ ছবি নিয়ে খুব একটা আগ্রহ নেই দর্শকের। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে শাহরুখ এর সঙ্গে ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজ্ঞানী আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা।








