Site icon চ্যানেল আই অনলাইন

ভারতকে মাটিতে নামাল নিউজিল্যান্ড

আগেভাগে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতকে আলস্য পেয়ে বসেছিল কিনা কে জানে! সেই সুযোগটা কাজে লাগিয়ে জ্বলে উঠল নিউজিল্যান্ড। কিউই পেসারদের তোপ সইতে না পেরে একশোর নিচে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল।

হ্যামিল্টনে ভারতকে ৯২ রানের বেশি করতে দেননি স্বাগতিক বোলাররা। পরে ১৫ ওভারের আগেই ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ১২২ রানের, এই ভারতেরই। সেই রেকর্ড ভেঙে নতুন লজ্জার রেকর্ড নিজেদের কাঁধে তুলে নিল দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। আগেরটি ছিল ৮৮ রানের।

পছন্দমতো উইকেটে পেসাররা ছড়ি ঘুরিয়েছেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে নিজের ২০০তম ম্যাচে নেতৃত্ব দিতে গিয়ে রোহিতও বিশেষ কিছু করতে পারেননি।

বেশি বিধ্বংসী ছিলেন ট্রেন্ট বোল্ট। গতির সঙ্গে দুর্দান্ত সুইং কাজে লাগিয়ে ৩৩ রানের মধ্যে তিন টপঅর্ডারকে তুলে নিয়ে ভারতের মেরুদণ্ড ভেঙে দেন কিউই পেসার। ভারতের ব্যাটিংয়ের এতটাই দুর্দশা ছিল যে সর্বোচ্চ ১৮ এসেছে স্পিনার যুযবেন্দ্র চাহালের ব্যাট থেকে।

১০ ওভার বল করে ৪ মেডেনে ২১ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাচসেরা বোল্ট। ৩ উইকেট নিয়ে কিউইদের দ্বিতীয় সেরা বোলার কলিন ডি গ্র্যান্ডহোম। একটি করে উইকেট নিয়েছেন টড অ্যাস্টল ও জিমি নিশাম।

জবাবে ম্যাচ জিততে একটুও বেগ পেতে হয়নি কিউই ব্যাটসম্যানদের। ৩৯ রানের মধ্যে মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরলেও রস টেলরকে নিয়ে ম্যাচ জিতিয়ে ফিরেছেন ওপেনার হেনরি নিকোলস। টেলর অপরাজিত ছিলেন ৩৭ রানে, নিকোলস করেছেন ৩৭।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে ওয়েলিংটনে। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ দখলে নিয়েছে ভারত।

Exit mobile version