চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভবদহপাড়ের কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

বন্যায় দু’বছর ফসল ফলাতে না পারলেও এবার বোরো আবাদ করছেন যশোরের ভবদহ পাড়ের তিন উপজেলার কৃষক। তবে চাষীরা বলছেন, কৃষি উপকরণ ও শ্রমিক ব্যয় অনেক বেড়ে গেছে।

২৭ বিলের পানি নিষ্কাশনের পথ ভবদহ স্লইস গেইট সংলগ্ন শ্রীহরি, মুক্তেশ্বরী নদীতে পলি জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বার বার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে যশোরের তিন উপজেলা মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের ভবদহপাড়ের অংশে গত দু’বছর কোন ফসল ফলে নি। এবার বোরো চাষ করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কৃষক।

কৃষক যাতে সঠিক দামে সার পেতে পারেন সে বিষয়ে মনিটরিং করছে স্থানীয় কৃষি বিভাগ। এ বছর এক লাখ ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য ধরেছে ।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-