Site icon চ্যানেল আই অনলাইন

বড় সংগ্রহের সম্ভাবনা

রাজকোটের দারুণ উইকেট। ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। এমন উইকেটে পেয়ে পাওয়ার প্লেতে ভালোই ব্যাট চালিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তুলেছে ৫৪ রান। পরে দুই উইকেট হারালেও বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে রেখেছে টাইগাররা।

বাংলাদেশ-৯৭/৩ (১২.১)

টস হেরে ব্যাট করতে নেমে দীপক চাহারের করা উদ্বোধনী ওভারে ৬ রান তুলে শুরু, ওভারের শেষ বলে বাউন্ডারি তুলে নেন লিটন দাস। খলিল আহমেদের করা দ্বিতীয় ওভারের শুরু থেকে সপাটে পিটিয়েছেন নাঈম শেখ, প্রথম তিন বলেই হাঁকিয়েছেন চার। সেই ওভারে ১৪ রান তুলে পাওয়ার প্লেতে বড় রান সংগ্রহের ইঙ্গিত বাংলাদেশের। চাহার নিজের দ্বিতীয় ওভারে চার রান দিয়ে খানিকটা চাপ কমান ভারতীয় বোলারদের।

খলিল আহমেদের করা পঞ্চম ওভারে ৯ রান তুলে নেন লিটন-নাঈম জুটি। সেই ওভারের শেষ বলে পায়ের আঙুলে ব্যথা পান লিটন।

পরপরই যুজবেন্দ্র চাহালকে উইকেট দিয়ে বসেছিলেন লিটন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে বেড়িয়ে আসতে গিয়ে হন পরিষ্কার স্টাম্পড। কিন্তু টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যেতেই ঘটল সর্বনাশ। রিপ্লেতে দেখা গেল স্টাম্প পার হওয়ার আগেই বল ধরে স্টাম্পিং করেছেন উইকেটরক্ষক রিশভ পান্ট। পরে আউটের সিদ্ধান্ত পাল্টে উল্টো নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি-হিটসহ টানা দুই বলে চার মেরে জবাব দেন লিটন।

ওয়াশিংটন সুন্দরের করা পরের ওভারে আবারও জীবন পান লিটন। সপ্তম ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়ে বল তুলে দিলেন লেগে। ভারত অধিনায়ক রোহিত শর্মা গিয়েছিলেন নিচে, কিন্তু বল তার পিচ্ছিল হাত গলে পড়ে যায় মাটিতে।

দুবার মুফতে জীবন পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেননি লিটন। নিজেরই ভুলে ছুঁড়ে এলেন উইকেট। চাহালের বল আঘাত হেনেছিল প্যাডে, লিটন তা দেখতে পাননি। না দেখে রান নিতে গিয়েই করলেন ভুল, বল পেয়ে এবার তাকে পার পেতে দিলেন না রিশভ। উইকেট ভেঙে করলেন রানআউট। ৪ চারে ২১ বলে ২৯ করে উইকেট দেন লিটন।

পরে ৩১ বলে ৩৬ করে নাঈম শেখ, আর ৬ বলে ৪ করে মুশফিক ফিরে গেছেন।

Exit mobile version