Site icon চ্যানেল আই অনলাইন

ব্রুইন-ফোডেনের গোলে ডর্টমুন্ডকে হারাল ম্যানসিটি

কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেনের গোলে হাসি ফুটেছে পেপ গার্দিওলার মুখে। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের স্বপ্ন জাগিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল জেতার খুব কাছে থাকা ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।

ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি পায় ম্যানসিটি। ব্রুইন-ফোডেন-মাহারেজ নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে বানানো সুযোগে জাল খুঁজে নেন ডি ব্রুইন।

এরপর দীর্ঘ অপেক্ষা। গোলের দেখা নেই কোনো পক্ষেই। প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধও প্রায় খরচের খাতায়। ৩০ মিনিটে ভিএআরে বাতিল হয়ে গেছে সিটির পাওয়া পেনাল্টি। সেটি ছাড়া উল্লেখযোগ্য কিছু ঘটেনি।

যা ঘটার সব যে জমা ছিল শেষ দশ মিনিটের জন্য। ৮৪ মিনিটে সমতা ফেরায় বরুশিয়া। মার্কো রিউস গোলদাতা, বলের যোগানদাতা আর্লিং হালান্ড।

সিটিজেন কোচ গার্দিওলার মুখ তখন শুকনো। জয় হাতছাড়ার সামনে দল। এমন সময় ত্রাতা হয়ে আসেন ফোডেন। নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে জাল খুঁজে নেন, প্রথম গোলের নায়ক ডি ব্রুইন বল বাড়িয়েছিলেন, গুনডোগান সেটি ঠেলে দেন ফোডেনের দিকে। আসে জয় তোলা গোল।

Exit mobile version