Site icon চ্যানেল আই অনলাইন

ব্রিস্টলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া

ব্রিস্টল থেকে: তাপমাত্রা কমতে কমতে নেমে এসেছে ১০ ডিগ্রিতে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। তীব্র ঠাণ্ডায় জবুথবু অবস্থা সবার। প্রতিকূল আবহাওয়ায় ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে জেগেছে ঘোর শঙ্কা।

সোমবার বিকেলে শুরু হয় বৃষ্টি। যে কারণে মাঠে অনুশীলন করতে পারেনি শ্রীলঙ্কা। সেই বৃষ্টি থামেনি মঙ্গলবার সকালেও। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা)।

আবহাওয়ার যে অবস্থা তাতে নির্ধারিত সময়ে খেলা যে শুরু হচ্ছে না, সেটা নিশ্চিত করেই বলে দেয়া যায়। ২ ঘণ্টার মধ্যে রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার পূর্বাভাসে। মঙ্গলবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকতে পারে ব্রিস্টলের আকাশ, সঙ্গে বৃষ্টির প্রকোপও।

Exit mobile version