Site icon চ্যানেল আই অনলাইন

ব্রিটনির ওপর ‘শিশুর মতো নিয়ন্ত্রণ’ মানতে পারছেন না প্যারিস হিলটন

বিশ্ব জুড়ে ব্রিটনি স্পিয়ার্সের খ্যাতি, তবুও তাকে ‘শিশুর মত’ শাসন করা হয়, এই বিষয়টি একেবারেই মানতে পারছেন না প্যারিস হিলটন!

সম্প্রতি অর্থ-সম্পত্তির উপর বাবার খবরদারি থেকে মুক্তি পেতে জনপ্রিয় এই তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। এই খবরে, বান্ধবী ব্রিটনির সমর্থনে এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্যারিস হিলটন।

দ্য সানডে টাইমস-এ দেয়া সাক্ষাতকারে হিলটন বলেন, ‘ব্রিটনির ওপর অন্যদের নিয়ন্ত্রণ দেখে মনে কষ্ট পাই। প্রাপ্তবয়স্ক একজন মানুষকে শিশুর মতো করে নিয়ন্ত্রণ করা উচিত নয়। আমার জীবনে এরকম কিছুর কথা ভাবতেই পারি না।’

২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্রিটনি। সেসময়ে মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স। প্রায় ১২ বছর ধরে তিনি ব্রিটনি ও তার সম্পত্তির নিয়ন্ত্রণে নিযুক্ত।

চলতি মাসের ২২ তারিখে জেমির দায়িত্ব শেষ হয়েছে। ব্রিটনি জানিয়েছেন, এরপর কোনোভাবেই জেমির দায়িত্বের মেয়াদ বাড়াতে চান না।

জনপ্রিয় এই তারকার এই পদক্ষেপে সমর্থন যুগাচ্ছেন তার অসংখ্য ভক্তরা অনুরাগী। তারা ব্রিটনির ব্যক্তিগত জীবন ও অর্থসম্পদে নিজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ’‌হ্যাশট্যাগ ফ্রি ব্রিটনি’ আন্দোলন শুরু করেন। এমনকি ব্রিটনির পক্ষে লাখো মানুষের স্বাক্ষরও যোগার করেন। তাদের একটাই দাবি, প্রিয় তারকাকে যে কোনো মূল্যে চাপ মুক্ত রাখা।

লসঅ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া আদালতে করা ব্রিটনি আপিলের নথিতে তার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রক হিসেবে বাবা জেমির ফিরে আসার বিরোধীতা করে স্টেটমেন্ট দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তাকে মানসিক রোগী সাজিয়ে অর্থসম্পদ কুক্ষিগত করার ষড়যন্ত্র করেছেন বাবা জেমি।

২০০৮ সালে ব্রিটনির তত্বাবধায়ক নিযুক্ত হলেও গত বছর নিজের শারিরীক অসুস্থতার জন্য দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেমি। তখন ব্রিটনির সবকিছু দেখভালে ম্যানেজার নিযুক্ত করা হয় জোডিকে। তবে এখন কিছুটা সুস্থ হওয়ায় জেমি আবার ব্রিটনির বিষয়ে খবরদারি শুরু করেছেন। আর এটাই মেনে নিতে পারছেন না সংগীত ও চলচ্চিত্রের খ্যাতিমান এই তারকা। বিবিসি

Exit mobile version