Site icon চ্যানেল আই অনলাইন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

Advertisements

বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। জাতীয় দলে আবারও ডাক পেলেন নেইমার।

নেইমারের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও জায়গা পেয়েছেন। টিটের দেয়া দলের মুখ আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি।

এক বছর পর দলে ফিরলেন জুভেন্টাসের মিডফিল্ডার আর্থার। বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস এবং ফ্ল্যামেঙ্গোর গ্যাবিগোল।

গত শুক্রবার সেলেসাওদের কোচ টিটে দল ঘোষণাকালে নেইমারকে নিয়ে বলেন, ‘তার অসাধারণ গুণ আছে। সে তার সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য উপায় খুঁজছে।’

আগামী ২৪ মার্চ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এরপর ২৯ মার্চ লাপাজে তারা বলিভিয়ার সঙ্গে লড়বে।

গত বছরের নভেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা সমান ম্যাচে পেয়েছে ৩৫ পয়েন্ট।

কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গের কারণে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বিতর্কিতভাবে বাতিল করা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আবার মাঠে গড়াবে। যদিও ম্যাচটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল), আর্থার (জুভেন্টাস), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (লিয়ন), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা)।

ফরোয়ার্ড: অ্যান্টনি (আয়াক্স), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

Exit mobile version