Site icon চ্যানেল আই অনলাইন

ব্যাটসম্যানদের দাপটে শেষ হলো চট্টগ্রাম পর্ব

শেষ হলো বিআরবি ক্যাবলস বিপিএলের দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম পর্বের ৮ ম্যাচে দাপট ছিল ব্যাটসম্যানদের। আসরের প্রথম সেঞ্চুরি করেছেন বরিশাল বুলস-এর এভিন লুইস। সব চেয়ে বড় ব্যবধানের জয় পেলেও আসর থেকে ছিটকে পড়েছে অন্যতম ফেবারিট চিটাগং ভাইকিংস।

এ পর্বে মাঠ মাতিয়েছেন শহীদ আফ্রিদি। আর দুই পর্ব মিলিয়ে টেবিলে সবার ওপরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২২ নভেম্বর থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ-বিপিএলের তৃতীয় আসর। উত্থান-পতনের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় অর্থাৎ চট্টগ্রাম পর্বের খেলা। মিরপুরের হোম অব ক্রিকেটে বোলারদের দাপটে প্রথম পর্ব শেষ হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ গজে ছিল ব্যাটসম্যানদের দাপট।

চার-ছক্কার টি-টুয়েন্টিতে চট্টগ্রাম পর্বে ১শ’৭৩টি চার ও ৫৯টি ছক্কার মারে ১৬ ইনিংসে মোট রান হয়েছে ২ হাজার একশ’ ৮৮। ১শ’ রানের নিচে ছিল না কোনো ইনিংস। ঢাকায় পিছিয়ে পড়া চিটাগং ভাইকিংসকে হোম ভেন্যুতে ফেবারিট মানা হলেও মাত্র একটি জয় নিয়ে আসর থেকে ছিটকে গেছে তামিম ইকবালের দল।

তবে অর্জনে এগিয়ে চট্টলার দলটি। এখন পর্যন্ত ২শ’৯০ রান নিয়ে সর্বোচ্চ স্কোরার তামিম। দল পেয়েছে সব চেয়ে বড় ব্যবধানের জয়। যদিও ৮ ম্যাচে ভাইকিংসের সংগ্রহ ৪ পয়েন্ট।

উল্লেখযোগ্য কোনো রেকর্ড না থাকলেও গড়পরতায় ভিক্টোরিয়ান্সরাই এগিয়ে। আসর জাইদি পেয়েছেন হাফ সেঞ্চুরি। এ পর্ব শেষে কুমিল্লার সংগ্রহ ১০ পয়েন্ট। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সিতে ৬ ম্যাচের ৫টিতেই জয় বরিশালের ঝুলিতে।

আসরের একমাত্র সেঞ্চুরি এসেছে বরিশাল বুলস-এর ওপেনার এভিন লুইসের ব্যাট থেকে।টেবিলের তিনে থাকা রংপুর বৃষ্টির কাছে হার মানে। সাঙ্গাকারার একক নৈপুণ্য চট্টগ্রামে জয় এনে দিতে পারে নি ঢাকা ডায়নামাইটসকে। দু’ম্যাচে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান ঢাকার। শহীদ আফ্রিদির চার-ছক্কা আসরের প্রথম জয় দিয়েছে সিলেট সুপারস্টারসকে।

১৬ ইনিংসে ১শ’৬০ উইকেটের মধ্যে ৮৮ উইকেট পতন হয়। দু’পর্ব মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সাকিবের পাশে নাম লিখিয়েছেন কুমিল্লার আবু হায়দার।

৬ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। শুরু হবে সুপার ক্লাইমেক্স পর্ব। মূল লড়াই হবে শীর্ষ চারের।

Exit mobile version