Site icon চ্যানেল আই অনলাইন

ব্যবহারকারীদের তথ্য পেতে ফেসবুকের ওপর সরকারি চাপ বেড়েছে

ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে ফেসবুকের ওপর বিভিন্ন দেশের সরকারের চাপ বেড়েছে বলে সর্বশেষ এক প্রতিবেদনে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গত বছরের তুলনায় এ বছর সরকারকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য দেয়ার অনুরোধ ২৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারগুলোর কাছ থেকে এবছরের প্রথমে ছয় মাসেই ৫৯ হাজার ২২৯ টি অনুরোধ পেয়েছে ফেসবুক। গত বছর এই ধরণের সরকারি অনুরোধের পরিমাণ ছিলো ৪৬ হাজার ৭১০ টি।

ফেসবুক ব্লগ পোস্টে প্রকাশিত অনুযায়ী, ব্যবহারকারীর তথ্য পাওয়ার আবেদনকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করে যুক্তরাষ্ট্র। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকেই বেশি আবেদন আসে বলে জানায় ফেসবুক। শুধু তথ্য প্রকাশের আবেদন নয় বরং ব্যবহারকারীকে কোনো রকম না জানিয়ে, কোনো নোটিফিকেশন না দিয়েই ফেসবুককে তথ্য সরবরাহের চাপ দেয়ার কথা প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনে।

তবে ফেসবুকের দাবি ব্যবহারকারীদের তথ্য যতোটা সম্ভব গোপন রেখে সরকারের চাপ সামলানোর চেষ্টা করা হয়। এজন্য সরকারি অনুরোধগুলোর আইনগত ভিত্তি, যৌক্তিকতা খতিয়ে দেখে ফেসবুক। তাই সরকারগুলোকে ব্যবহারকারীর সব ব্যক্তিগত তথ্য এবং তথ্য পাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা দেখানো হয়না বলেও দাবি করা হয়।

আর এমনটা করার জন্য ফেসবুককে ইসরায়েল, জার্মানি এবং যুক্তরাজ্যের আইনজীবী এবং কর্মকর্তাদের ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয় । এসব দেশের অভিযোগ, তথ্য গোপন করার মাধ্যমে সন্ত্রাস বিরোধী তদন্তে বাধা দেয়া হচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলোতে নাম লেখানোর মাত্রাও কমাতে ব্যর্থ হচ্ছে ফেসবুক। এমন অভিযোগের জবাবে ফেসবুকের দাবি, সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার তথ্য সরবরাহের অনুরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ফেসবুক।

Exit mobile version