Site icon চ্যানেল আই অনলাইন

বৈশাখ বরণে প্রস্তুত সারাদেশ

দেশব্যাপী এখন বাংলা বর্ষবরণ উৎসবের আমেজ। ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিনে হালখাতা খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। উৎসবের রঙে সাজতে পোশাক আর ঘর সাজানোর সরঞ্জাম কিনতে ব্যস্ত নারী, পুরুষ আর শিশুরাও।

নতুন বছরকে স্বাগত জানাতে পুরান ঢাকার তাঁতীবাজারের দোকানগুলোতে দিনজুড়েই ছিলো পরিস্কার পরিচ্ছন্নতা আর নতুন রূপে সাজানোর কাজ। সারাদেশের চিত্রও একই।

হিসাবের নতুন হালখাতা খোলার প্রস্তুতিও প্রায় সম্পন্ন। ক্রেতাদের নিমন্ত্রণ করাও শেষ। একইভাবে নানা রঙের শাড়ী, চুড়ি আর গহনায় নিজেকে বাঙালি সাজে সাজাতে প্রস্তুতির কমতি নেই নারীদের। বর্ষবরণ উৎসবে মেয়েদের আনন্দের সঙ্গে পিছিয়ে নেই ছেলেরাও।

বৈশাখকে সামনে রেখে মফস্বলের দোকান থেকে শুরু করে শহরের অভিজাত বিপনীবিতান, ফ্যাশন হাউস আর অনলাইন বাজারগুলোও সেজেছে উৎসবের রঙে।

বৈশাখকে বরণ করে নিতে বড়দের মতো ছোটদেরও রয়েছে পোশাক-আশাকের নানান সাজ সজ্জা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version