Site icon চ্যানেল আই অনলাইন

বেইজিং অলিম্পিকের অফিসিয়াল মাসকট পান্ডা

বেইজিং শীতকালীন অলিম্পিক-২০২২’র অফিসিয়াল মাসকট হিসেবে দেশটির সবচেয়ে আইকনিক প্রাণী পান্ডাকে বেছে নিয়েছে চীন। শীতকালীন আসরের আয়োজক কমিটি মঙ্গলবার যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

আয়োজক কমিটি যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ‘বিং ডুয়েন ডুয়েন’ নামক বড় আকারের পান্ডা মাসকটটি বরফের স্যুট পরা।

২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বেইজিং আয়োজক কমিটি কালো এবং সাদা ভাল্লুকের ছবি দিয়ে টুইটে লিখেছে, ‘গোল্ডেন হার্ট এন্ড এ লাভ অব অল থিংকস উইন্টার স্পোর্টস’।

প্যারা-অলিম্পিক শীতকালীন গেমসের জন্য যে মাসকটটি প্রকাশ করা হয়েছে তার নাম ‘শুয়ে রন রন’।

বেইজিংই একমাত্র শহর যারা একসঙ্গে শীত অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক আয়োজন করবে। ২০১৫তে এই আসর আয়োজনের সুযোগ পায় বেইজিং। এর আগে ২০০৮ সালে সফলভাবে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে তারা।

বেইজিংকে শীতকালীন গেমসের জন্য কৃত্রিম তুষারের ব্যাপক ব্যবহারের উপর নির্ভর করতে হবে এবং তারা বলছে, ওই সময় অলিম্পিকের জন্য ক্রীড়া ভেন্যু এবং অন্যান্য অবকাঠামোয় বিনিয়োগের জন্য ১.৫ বিলিয়ন ডলারের বাজেট করবে।

Exit mobile version