Site icon চ্যানেল আই অনলাইন

বৃষ্টি আইনে হারলো পাকিস্তান

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেছে
পাকিস্তান। দুই ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়, জো রুট ও বৃষ্টি আইনে ৪৪ রানে
হারে সফরকারীরা।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইউয়েন মরগানের দল।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬০ রান করে পাকিস্তান। ইংল্যান্ড ইনিংসের ৩৪ ওভার শেষে বৃষ্টির জন্য আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৫২ রান। কিন্তু মাত্র তিন বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামলে সেখানেই ম্যাচের সমাপ্তি হয়।

৩৪ দশমিক ৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৪ রান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য তখন তাদের দরকার ছিল ১৫১ রান।

ইংল্যান্ডের হয়ে রয় ৬৫ ও রুট ৬১ রান করেন। এছাড়া অধিনায়ক মরগান ৩৩ ও বেন স্টোক ১৫ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে উমর গুল ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট নেন।

এর আগে অধিনায়ক আজহার আলীর ৮২, সরফরাজ আহমেদের ৫৫ ও বাবর আজমের ৪০ রানে ভর করে ৬ উইকেটে ২৬০ করে পাকিস্তান।

ইংলিশদের হয়ে  আদিল রশিদ নেন ২ উইকেট। দুদলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার, লর্ডসে।

Exit mobile version