গেল বছরের শেষ দিকে শুটিং শুন্য ছিল চলচ্চিত্র তৈরির আঁতুড়ঘর এফডিসি। এমনও দেখা গেছে, নভেম্বর মাস জুড়ে কোনো শুটিংই ছিল না! গোটা এফডিসিতে দেখা যায়নি শুটিংয়ের ব্যস্ততা। শিল্পী, নির্মাতা, টেকনিশিয়ানদের আনাগোনাও ছিলো না। তবে চলতি বছরের প্রথম সপ্তাহেই এ চিত্র পাল্টে গেছে। প্রাণ ফিরেছে এফডিসিতে!
বেড়েছে এফডিসিতে শুটিং ব্যস্ততা। সব মিলিয়ে এখন এফডিসিতে উৎসবের আমেজ।
দুপুর ১২ টায় এফডিসির জসিম ফ্লোর সংলগ্ন জায়গায় দেখা গেল শ’খানেক মানুষের আনাগোনা। মনির খানের গাওয়া একটি গানের আওয়াজ কানে এলো।।সেখানে গোলাকৃতি হয়ে দাঁড়িয়ে আছেন অর্ধশত মানুষ। পাশেই ময়লা, জামা, ক্লান্ত চেহারা, এলোমেলো চুলে মনিটরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান, কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ, প্রযোজক এমডি ইকবাল, নাদিমসহ অনেকে। বুঝতে বাকি থাকলো না, এখানে চলছে ‘বীর’ ছবির শুটিং!
দৃশ্যটি শেষ হওয়ার পর চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন বাংলা ছবির সবচেয়ে কাঙ্খিত নায়ক শাকিব খান। তিনি বলেন, পূবাইলে ও কয়লা খনিতে দুই দিনের কাজ বাদে ‘বীর’-এর শুটিং ও অন্যান্য কাজ শেষ হয়েছে রবিবার (৫ জানুয়ারি)। সোমবার থেকে গানের শুটিং হচ্ছে। ছবিতে একটি পুঁথি গান আছে, সেটার শুটিং হচ্ছে এখানে।
কথা বলতে বলতে পরিচালক কাজী হায়াতের নির্দেশে ক্যামেরার সামনে গেলেন শাকিব খান। নায়ক জসিম শুটিং ফ্লোরের সামনে দাঁড়াতেই চোখে আটকে গেল প্রসাশনিক ভবনে। সেখানেও একঝাঁক মানুষের ঝটলা।
কয়েক কদম আগানোর পর দেখা গেল নিরব-তাসকিনকে! বুঝতে বাকি রইলো না সেখানে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির শুটিং চলে।
ভবনের নিচতলায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছিলেন নিরব-তাসকিন। শেষ হলে পরিচালক সৈকত নাসির বলেন, আজ নিয়ে ২০ দিনের মতো শুটিং চলে। একটি গানের কিছু অংশসহ আরও দিন সাতেক শুটিং করলেই পুরো কাজ শেষ হবে।
পাশ থেকে নিরব বলেন, ক্যাসিনোর কাজ খুব ভালো হচ্ছে। সৈকত ভাই কোথাও ছাড় দিচ্ছেন না। আরেক অভিনেতা তাসকিন বলেন, ৬ এবং ৭ জানুয়ারি একদিন কাজ করলেই ক্যাসিনোতে আমার অংশের কাজ শেষ। এরপর শুরু করবো ‘মিশন এক্সট্রিম’।
মজার ব্যাপার হচ্ছে, ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ দুটি ছবির নায়িকা বুবলী। তবে ছবি দুটির সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা যায়, আজ দুই ছবির কোনোটিতেই বুবলীর শুটিং নেই। আরও ভালো লাগার বিষয় হচ্ছে, দুটি ছবিই মার্চে মুক্তির পরিকল্পনা।
ওদিকে এফডিসির ৯ নাম্বার ফ্লোরে চোখে পড়তেই দেখা গেল, সেট নির্মাণের প্রস্তুতিও শেষ দিকে। জানা গেল, সেখানে শুরু হচ্ছে শামীম আহমেদ রনি পরিচালক ‘বিক্ষোভ’ ছবির শুটিং। ছবির প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার চ্যানেল আই অনলাইনকে জানান, রাজধানীর আফতাব নগরে সোমবার (৬ জানুয়ারি) থেকে বিক্ষোভ ছবির শুটিং শুরু হয়েছে। শান্ত খান, শিবা শানু শুটিংয়ে অংশ নিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে এফডিসি শুটিং হবে। আর ১০ জানুয়ারি থেকে শ্রাবন্তী ‘বিক্ষোভ’ এর শুটিংয়ে অংশ নেবেন। টানা শুটিংয়ে কাজ শেষ হবে। ঈদে মুক্তি পাবে বিক্ষোভ।








