চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিয়ের পর স্বামীর নাম জুড়েননি যে নায়িকারা

বিয়ের পরে স্বামীর নাম জুড়ে দেয়ার প্রচলন ক’দিন আগেও ছিল বলিউডে। এখনও যে নেই, তেমনটা নয়। কিন্তু এখন অনেক নায়িকাই বিয়ের পরে নিজের নামের সাথে স্বামীর নাম জুড়ছেন না। জেনে নিন তেমনই কয়েকজন অভিনেত্রী সম্পর্কে যারা বিয়ের পর নাম বদলাননি:

দীপিকা পাড়ুকোন: ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ের পরে দীপিকাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি নামের শেষাংশ পরিবর্তন করবেন কিনা! উত্তরে অভিনেত্রী বলেন, ‘রণবীর চাইলে নাম বদলে রণবীর সিং পাড়ুকোন রাখতে পারে।’

আনুশকা শর্মা: আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের ৪ বছর হতে যাচ্ছে। কিন্তু তিনি নিজের নাম আনুশকা কোহলি করতে চাননি কখনই।

টুইঙ্কল খান্না: অনেকেই ভেবেছিলেন বিয়ের পরে টুইঙ্কল খান্নার নাম বদলে টুইঙ্কল কুমার হবে। কিন্তু তা হয়নি। এই প্রসঙ্গে এক নেটিজেন তাকে জিজ্ঞেস করায় উত্তরে টুইঙ্কল বলেন, ‘বিয়ে করলে ব্র্যান্ড বদলায় না।’

বিদ্যা বালান: সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ের পর বিদ্যা বালানের নাম পরিবর্তন হয়ে বিদ্যা সিদ্ধার্থ রায় কাপুর হবে, এমনটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, ‘আমি বিদ্যা বালানই থাকবো। সিদ্ধার্থ এবং আমি দুজনেই মনে করি, ওর নাম যেহেতু বদলাচ্ছে না, আমারটাও বদলানো উচিত নয়।’

সোহা আলি খান: কুনাল খেমুকে বিয়ের পর নাম বদলাননি সোহা আলি খান। নিজের পরিচয়েই পরিচিত থাকতে চান তিনি।

রানী মুখার্জী: আদিত্য চোপড়াকে বিয়ের পর রানী মুখার্জীর নাম বদলে রানী মুখার্জী হয়নি। তিনি গর্বের সাথে ‘মুখার্জী’ পদবী ব্যবহার করছেন। -টেলিচক্কর